- শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের সংক্ষিপ্ত ইতিহাস
বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, ব্যাঘ্রতট পরিক্রমা ও চিত্রা হরিণের চারণভূমি ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনের পাদপীঠে সাতক্ষীরা জেলার ঐতিহাসিক প্রতাপ রাজা ও জমিদার হরিচরণ রায় চৌধুরীর স্মৃতিধন্য শ্যামনগর উপজেলা সদরে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী শ্যামনগর মহসীন কলেজ। প্রতিষ্টাতা অধ্যক্ষ মরহুম জি,এম,আব্দুল হক,তদানিন্তন এম,সি,এ এ,কে ফজলুল হক ও তৎকালীন কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ সহ অত্র এলাকার এক দল শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ইং- ১৯৭২ সালের ৫ ই এপ্রিল নকিপুর জমিদার বাড়িতে প্রাথমিকভাবে কলেজের কার্যক্রম শুরু হয়। ১৯৭৩ সালের বিভীষিকাময় এক রাত্রিতে তদানিন্তন এম,সি,এ এ,কে ফজলুল হক কলেজটি শ্যামনগর জমিদার বাড়ি থেকে জোর পূর্বক শ্যামনগর উপজেলা সদর থেকে ৫ কিঃ মিঃ দুরে ঈশ্বরীপুরে স্থানান্তর করেন। অজ পাড়াগাঁয়ে অনুন্নত স্থানে কলেজটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। স্থবির শিক্ষা প্রতিষ্ঠানটি শ্যামনগর সদরে পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম জি,এম,আব্দুল হক শ্যামনগর থানার টি,টি,ডি,সি হলে এক সভা আহবান করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন তদানিন্তন সাতক্ষীরা জেলা প্রশাসক ও প্রাক্তন শিক্ষা সচিব জনাব শহিদুল আলম, তদানিন্তন এম,পি বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী ও দানবীর মরহুম মোঃ মহসীন, প্রাক্তন এম,পি এ,কে ফজলুল হক সহ বরেণ্য ব্যক্তি বর্গ। সভায় সর্বসম্মতিক্রমে কলেজটি শ্যামনগর সদরে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গৃহীত হয়। দানবীর জনাব মোঃ মহসীন শ্যামনগর সদরে তিন একর জমি ক্রয় করে কলেজের অনুকূলে দান করেন এবং দুই লক্ষ টাকাও দান করেন। তৎকালীন সময়ে জনাব মোঃ শহীদুল আলম কলেজের ভিত্তি প্রস্ত্মর স্থাপন করেন এবং ঐ সময়েই কলেজটির নাম করণ হয় "শ্যামনগর মহসীন কলেজ"। ২০১০ সালের ২৩ শে জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আইলা বিদ্ধস্ত ক্ষতিগ্রস্ত জনপদ শ্যামনগর পরিদর্শণ কালে শ্যামনগর সদরে নকিপুর হরিচরণ (পাইলট) মাধ্যমিক বিদ্যালযের বিশাল জনসভায় তৎকালিন আওয়ামীলীগের সভাপতি এস,এম জগলুল হায়দারের আন্তরিক প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজটিকে জাতীয়করণের ঘোষনা দেন-তারই ধারা বাহিকতায় ১৪/০৫/২০১৩ ইং তারিখে কলেজটি জাতীয়করণের স্বীকৃতিলাভ করে। ফলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজটি শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ নামে নাম করণ হয়। জাতীয়করণের পর ইং ২৯/০৫/২০১৪ তারিখ হতে ইং ০৯/০৭/২০১৪ তারিখ পর্যন্ত জনাব নির্মল কুমার মন্ডল, প্রভাষক,জীববিদ্যা অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন। ইং ০৯/০৭/২০১৪ তারিখ থেকে ৩১/০১/২০১৫ তারিখ পর্যন্ত জনাব বলরাম মন্ডল,প্রভাষক, ইতিহাস অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন।অতঃপর জনাব অধ্যাপক ড.ইয়াহিয়া মোল্যা অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। পর্যায়ক্রমে জনাব মোঃ মোশারফ হোসেন (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) জনাব অধ্যক্ষ অধ্যাপক তন্ময় কুমার সাহা, জনাব মোঃ আবুল হোসেন (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) হিসেবে দায়িত্ব পালন করেন। ০৭.১০.২০২১ তারিখ বর্তমান অধ্যক্ষ প্রফেসর ড.এ.কে.এম.আব্দুর রহমান অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি দক্ষতার সাথে প্রশাসনিক, একাডেমিক ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন।
What kinds of perfect replica watches are worth having? US 1:1 Best Replica Watches Sales with Real Swiss Movement.
You can possess Swiss 1:1 fake watches uk for sale if you intensively read the website.