এতদ্দ্বারা সর্বসাধারণের অবগত করানো যাচ্ছে যে, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ, সাতক্ষীরা এর ২০২৩ সালের ম্যাগাজিন প্রকাশের লক্ষ্যে নিম্নলিখিত শর্তসাপেক্ষে প্রকৃত ব্যবসায়ীদের নিকট থেকে কোটেশান আহ্ববান করা যাচ্ছে। শর্তসমূহ : ১। ১৬ মার্চ থেকে ৩০ মার্চ-২০২৩ এর মধ্যে বন্ধ খামে অফিস চলাকালীন সময়ে কোটেশান দাখিল করতে হবে । ২। ৮ ফর্মা বা ৪৮ পৃষ্ঠার বই হবে। ৩। কভার পেজ ৪ পৃষ্ঠার ৩০০ গ্রাম গ্লোজি বোর্ড ম্যাট লেমিনেশান ও স্পট কাগজের হবে। ৫। চার কালারের প্রিন্ট হবে। ৬। কর্তৃপক্ষের পছন্দ মত ডিজাইন হবে। ৭। ভিতরে ১২০ গ্রাম রিয়েল আট কাগজের হবে। ৮। মোট ৩০০০ কপি বই হবে। ৯। অটো বাইন্ডিং হবে। ১০। অন্যান্য বিষয়বলী আলোচনা সাপেক্ষে। অধ্যক্ষ